বাংলা টাইগার্সে সুযোগ পেলেন যারা

বাংলা টাইগার্সে সুযোগ পেলেন যারা

ছবি:সংগৃহিত

আবুধাবিতে অনুষ্ঠিত টি টেন লীগে প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে ‘বাংলা টাইগার্স’ ফ্র্যাঞ্চাইজি। বুধবার অনুষ্ঠিত হলো এ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফরে ব্যস্ত থাকবে বলে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় ছাড়াই শক্তিশালি দল সাজিয়েছে ‘বাংলা টাইগার্স’।  ৮ জন বিদেশি ও ৭ জন দেশি ক্রিকেটার নিয়ে গড়া দলের আইকন হিসেবে আছেন শ্রীলঙ্কার ‘থিসারা পেরেরা’।
বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে উল্লেখযোগ্য নাম বাঁহাতি পেসার আবু হায়দার রনি ও কিপার ব্যাটসম্যান এনামুল হক বিজয়। জাতীয় দলের রাডারে থাকলেও দলে জায়গা পাকা করতে পারেননি তারা। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার ফরহাদ রেজা, ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকি ও স্পিনার আরাফাত সানির উপর ভরসা রাখেন ফ্র্যাঞ্চাইজি। ইমার্জিং প্লেয়ার হিসেবে ব্যাটসম্যান ইয়াসির আলি ও স্পিনার মেহেদি হাসান দলে জায়গা করে নেন। এরা সবাই বাংলাদেশের ঘরোয়া লীগের নিয়মিত পারফরমার।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে আইকন থিসারা পেরেরার পাশাপাশি বিপিএলে আলো ছড়ানো দক্ষিন আফ্রিকার অলরাউন্ডার রবি ফ্রাইলিঙ্ক, ব্যাটসম্যান ্রাইলি রুশো আছেন দেশি এই ফ্র্যাঞ্চাইজিতে। এছাড়াও ক্যারিবিয়ান তারকা আন্দ্রে ফ্লেচার, প্রোটিয়া ব্যাটসম্যান কলিন ইনগ্রাম, অজি অল রাউন্ডার জেমস ফকনার, আরব আমিরাতের চিরাগ সুরি ও আফগান লেগি কায়েস আহমেদকে দলে ভেড়ায় বাংলা টাইগার্স।
টি টেনের তৃতীয় সংস্করণ মাঠে গড়াবে ১৫ নভেম্বর থেকে।

আর ২৪ নভেম্বরে পর্দা নামবে এবারের আসরের। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান আফতাব আহমেদ বাংলা টাইগার্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।  বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজি লিগে এবারই প্রথমবারের মতো থাকছে বাংলাদেশি কোন কোচ। দলটির ম্যানেজার হিসেবে থাকবেন আরেক সাবেক বাংলাদেশি ক্রিকেটার নাফিস ইকবাল খান।
আট দলের এই টুর্নামেন্টে বিভিন্ন দলের হয়ে খেলবেন শেন ওয়াটসন, ওয়েন মর্গান, লাসিথ মালিঙা, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মোহাম্মদ আমির, ক্রিস লিনের মতো তারকা ক্রিকেটাররা।

বাংলা টাইগার্স স্কোয়াড : থিসারা পেরেরা, কলিন ইনগ্রাম, আন্দ্রে ফ্লেচার, রাইলি রুশো, কায়েস আহমেদ, রবি ফ্রাইলিঙ্ক, জেমস ফকনার, চিরাগ সুরি, জুনায়েদ সিদ্দিকি, ফরহাদ রেজা, এনামুর হোক, আবু হায়দার, আরাফাত সানি, ইয়াসির আলি, মেহেদি হাসান।