ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ১৩.০৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। রোববার দুপুরে এ ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে ফল ঘোষণা করেন। গত ২০ সেপ্টেম্বর ‘ক’ ইউনিটের পরীক্ষা হয়েছিল।

‘ক’ ইউনিটে এবার এক হাজার ৭৯৫ আসনের বিপরীতে ৮৮ হাজার ৯৯৬ জন শিক্ষার্থী আবেদন করেন। তবে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৮৫ হাজার ৮৭৯ জন। তাদের মধ্যে নৈর্ব্যক্তিক অংশে পাস করেছেন ২৫ হাজার ৯২৭ আর নৈর্ব্যক্তিক ও লিখিত অংশে সমন্বিতভাবে পাস করেছেন ১১ হাজার ২০৭ জন পরীক্ষার্থী। ফল জানা যাবে https://admission.eis.du.ac.bd/ওয়েবসাইটে

‘ক’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের ২২ অক্টোবর থেকে ০৭ নভেম্বরের মধ্যে বিস্তারিত ফরম ও ‘চয়েস ফরম’ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে।

নির্ধারিত ফি দিয়ে ২২ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।