পাপের ফল ভোগ করছে বিএনপি-জামায়াত

পাপের ফল ভোগ করছে বিএনপি-জামায়াত

ফাইল ফটো

  ‘বিএনপি-জামায়াত জোট দেশের মানুষের ওপর যে তাণ্ডব চালিয়েছে, অপকর্ম করেছে তার ফল এখন তারা ভোগ করছে। পাপের ফল ভোগ করছে তারা, পাপ বাপরে ছাড়ে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহম্মদ নাসিম। শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের আসন্ন সম্মেলন অভ্যর্থনা উপ-পরিষদের সভায় তিনি এ মন্তব্য করেন।

সভায় অভ্যর্থনা উপ-কমিটির আহ্বায়ক মোহম্মদ নাসিম বলেন, এবার আওয়ামী লীগের ২১তম সম্মেলনে কোনও বিদেশি অতিথি থাকবেন না।’

তিনি বলেন, ‘যেহেতু আগামী বছরই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের বিষয় রয়েছে, সেখানে আমরা বছর জুড়ে নানা আয়োজনে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানবো। তাই সম্মেলনে আলাদা করে কোন বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হবে না। তবে, দেশেই বিভিন্ন দূতাবাসে রয়েছেন তারা থাকবেন।’

নাসিম আরো বলেন, ‘শত প্রতিকূলতার মধ্যদিয়ে আওয়ামী লীগ আজকে এ অবস্থায় এসেছ। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের গুণে সারা বিশ্ব এখন তাকে চিনে। সামনের চ্যালেঞ্জকে করতে এবং সংগঠনকে গতিশীল করতেই এবারের সম্মেলন। জনগণই আমাদের শক্তি জনগণই আমাদের শক্তির উৎস৷ এ ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন।’

এ সময় আওয়ামী অভ্যর্থনা উপ-পরিষদের সদস্য সচিব ও শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘আওয়ামর লীগের গত সম্মেলনে ৫০ জনেরও বেশি বিদেশি অতিথি আমন্ত্রণ জানানো হয়েছিল। ২০২১ সালে মুজিব বর্ষ পালন করবো আমরা। সেখানে অনেক বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হবে। যার কারণে ২১তম জাতীয় সম্মেলনে কোন বিদেশি অতিথিকে আমন্ত্রণ জাননো হবে না।’

অভ্যর্থনা উপ-কমিটির সভায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয় সম্পাদক শাম্মী আহমেদ, উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মায়া, অ্যাড. কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।