ইসরাইলী বিমান হামলায় গাজায় এক পরিবারের ৬ জন নিহত

ইসরাইলী বিমান হামলায় গাজায় এক পরিবারের ৬ জন নিহত

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরাইেলের বিমান হামলায় বৃহস্পতিবার নিহতের সংখ্যা ৩২ জনে দাড়িয়েছে। একই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার একথা জানায়। নিহত ওই পরিবারটির গাজার দেইর আল বালাহ এলাকায় বাস করতো।

ইসরাইলের সামরিক উপাত্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে ইসলামি জিহাদিদের অবস্থান লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন ভূখন্ড থেকে ইসরাইলে একের পর এক রকেট হামলার জবাবে এসব বিমান হামলা চালানো হয়।

এদিকে গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ইসরাইলের সাথে এই যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসে মিসরীয় কর্তৃপক্ষের মাধ্যমে। বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছন ইসলামিক জিহাদের এক নেতা। মিসরের মধ্যস্ততায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ।

মঙ্গলবার ইসরাইলি বিমান হামলায় ইসলামিক জিহাদের এক কমান্ডার নিহত হওয়ার প্রতিবাদে ইসরাইলের রকেট হামলা চালায় গাজার মুক্তিকামী সংগঠনগুলো। এরপর আবারো গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।