১০ বছরে বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১০ বছরে বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

গত দশ বছরে বাংলাদেশের বিরোধী দল বিএনপি'র অন্তত ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এবং এই সময়ে দলটির ৩০০'র বেশি নেতাকর্মী গুম হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

বুধবার ঢাকায় গত ১০ বছরে বাংলাদেশে মানবাধিকারের চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশের সময় এই ধরণের অভিযোগ করা হয় দলটির পক্ষ থেকে।ঐ প্রতিবেদনটি বই আকারেও প্রকাশ করা হয়েছে দলটির পক্ষ থেকে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে সরকার গণতন্ত্রের অনুপস্থিতিতে পদ্ধতিগতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘন করছে।

প্রতিবেদনে সারাদেশে বিএনপি নেতাকর্মীদের মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার লঙ্ঘনের বিষয়টি গুরুত্ব পেলেও সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির বিষয়গুলোও উঠে এসেছে।প্রতিবেদনে নারী, শিশু ও গণমাধ্যমের অধিকার খর্ব হওয়ার বিষয়গুলোও গুরুত্ব পেয়েছে ঐ প্রতিবেদনে।

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কাজ করা সংস্থাগুলো এবং গণমাধ্যমে প্রকাশিত তথ্য থেকে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে বিএনপি'র পক্ষ থেকে।এই অনুষ্ঠানে কয়েকজন বিদেশী কূটনীতিকও উপস্থিত ছিলেন।
সূত্র : বিবিসি