অপু বিশ্বাসের নতুন উদ্যোগ

অপু বিশ্বাসের নতুন উদ্যোগ

ছবি: সংগৃহীত

গত ৮ই ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেয়ার পর সাংস্কৃতিক পর্বে শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন। এ পর্বের শুরুতেই দু’টি গানে নৃত্য পরিবেশন করেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। ‘অশ্রু দিয়ে লেখা এ গান’ ও ‘সবাই বলো মা’ শীর্ষক গান দু’টিতে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করেন তিনি। প্রধানমন্ত্রীর সামনে অনুষ্ঠানের শুরুতেই পারফরমেন্স করে বেশ আনন্দিত অপু বিশ্বাস। ভীষণ উচ্ছ্বাসে সময় কাটছে তার। আর সেই উচ্ছ্বাসের মধ্যেই তিনি তার ভক্ত-দর্শকদের একটি খবর জানালেন। অভিনয়ের পাশাপাশি নতুন এক পথে যাত্রা শুরু করেছেন তিনি। এবার নিজেকে সম্পৃক্ত করেছেন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে।

প্রতিষ্ঠানটির নাম ‘এপিজে ফ্লোর’। এপিজে’র মধ্যে ‘এ’তে হচ্ছে অপু এবং ‘জে’তে তার ছেলে জয়। আর ‘পি’র অর্থ পরে জানাতে চাইছেন অপু। পি’র মাঝে এ তারকা রহস্য রেখে দিয়েই রাজধানীর নিকেতনের ৩ নম্বও রোডের ব্লক বি’র ৫৮ নম্বর হাউজে নতুন এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু করলেন।  ৯ই ডিসেম্বর সন্ধ্যার পর ‘এপিজে ফ্লোর’-এর শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়িকার খুব কাছের শুভাকাঙ্খীরা।

অপু জানান, এপিজে ফ্লোরে বিউটি পার্লার, ফটো স্টুডিও, মিটিং ও ড্যান্স ফ্লোর থাকছে।  তিনি বলেন,  এই প্রজন্মের অনেক ছেলে-মেয়ে প্রতিনিয়ত নতুন বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। যেমন- ফটোগ্রাফি, বিউটিশিয়ান, কোরিওগ্রাফি। আমরা তাদের সুবিধার্থে সামান্য আর্থিক লাভ রেখে একটা কাজের ক্ষেত্র তৈরি করার চেষ্টা করেছি। আমাদের এখানে সব আয়োজন থাকছে। কেউ চাইলে সামান্য খরচে এগুলো ব্যবহার করতে পারবেন। এরইমধ্যে তিনি শেষ করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ সিনেমার কাজ।