নেত্রকোনায় বিড়ি শ্রমিকদের সমাবেশ

নেত্রকোনায় বিড়ি শ্রমিকদের সমাবেশ

ছবি: বিড়ি শ্রমিকদের সমাবেশ।

শ্রমিক বাঁচাও শিল্প বাঁচাও শ্লোগানকে সামনে নেত্রকোনায় সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতা-কর্মীরা। রোববার বেলা ১১টায় নেত্রকোনা পৌরসভার সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম.কে বাঙ্গাীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, গাজী মোজাম্মেল হোসেন টুকু।
এছাড়াও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নেত্রকোনা অঞ্চলের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি সুরুজ আলী ফকির, সাধারণ সম্পাদক আব্দুল গফুর প্রমুখ। সমাবেশে সহ¯্রাধিক বিড়ি শ্রমিক অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে বক্তারা,‘শ্রমিক ও শিল্প রক্ষার্থে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমরা শ্রমিকদের যৌক্তিক আন্দোলনে একাত্মতা ঘোষণা করছি।
বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম.কে বাঙ্গালী বলেন,‘আমরা ধূমপানের পক্ষে নয়। তবে দেশে ধূমপান থাকলে বিড়ি থাকবে। ধূমপান বন্ধের নামে শুধু বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র কোনভাবেই হতে দিব না। বিড়ি বন্ধের আগে সিগারেটকে বন্ধ করতে হবে। বিড়ির উপর ষড়যন্ত্রমূলকভাবে আরোপিত সকল শুল্ক প্রত্যাহার করতে হবে। বিড়ির উপর ভবিষ্যতে কোন শুল্ক বৃদ্ধি করার চেষ্টা করলে কঠোর আন্দোলেনের মাধ্যমে তা প্রতিহত করার হুমকি দিয়েছেন তিনি।’ 
এছাড়াও তিনি বিড়ি শ্রমিকদের ন্যায্যমূল্য পরিশোধ করতে বিড়ি মালিকদের প্রতি অনুরোধ করেন।