যাত্রাবাড়ীতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

যাত্রাবাড়ীতে পাটকল শ্রমিকদের সড়ক অবরোধ

যাত্রাবাড়ীতে শ্রমিক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে পাটকল শ্রমিকরা যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করেছে শ্রমিকরা। এর ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অচল হয়ে পড়েছে।  আজ মঙ্গলবার সকাল থেকে যাত্রাবাড়ী মোড় অবরোধ করে রেখেছে কয়েক শ পাটকলশ্রমিক। শ্রমিকেরা বলছেন, আট সপ্তাহ ধরে তাঁদের বেতন দেওয়া হচ্ছে না। বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন তাঁরা। এদিকে যাত্রাবাড়ী মোড় অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকায় ঢুকতে পারছে না।

যাত্রাবাড়ী মোড়ে দেখা গেছে, সকাল আটটা থেকে ঢাকার লতিফ বাওয়ানী মিল ও করিম জুটমিলের কয়েক শ শ্রমিক লাঠি হাতে নিয়ে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিয়েছেন। যাত্রাবাড়ী মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

যাত্রাবাড়ী মোড় অবরোধ করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাড়ি ঢাকায় ঢুকতে পারছে না। এই মহাসড়কে যানজট তৈরি হয়েছে। লতিফ বাওয়ানী মিলের শ্রমিক জমিলা খাতুন বলেন, ‘বেতন না পেয়ে ঘরভাড়া দিতে পারছি না। আমরা বড্ড কষ্টে আছি। আমাদের বেতন দিতে হবে।’

সকাল সাড়ে ১০টার দিকে দেখা যায়, আন্দোলনরত শ্রমিকদের ধাওয়া করছে পুলিশ। শ্রমিকেরা এখন ঢাকা-ডেমরা রোডে অবস্থান নিয়েছেন।