রোগ নিরাময়ে মধু-পানি

রোগ নিরাময়ে মধু-পানি

ছবি: সংগৃহীত

মধুতে আছে প্রোটিন, উপকারী এনজাইম, অ্যামাইনো এসিড, নানাবিধ মিনারেল, ভিটামিন, পলিফেনল, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার, আয়রন, জিঙ্ক ও ফলিক এসিড। সকালে ঘুম থেকে উঠে খালিপেটে নিয়মিত এক গ্লাস পানিতে মধু মিশিয়ে খেলে হজমক্ষমতা ঠিক থাকে। কমে নানাবিধ পেটের রোগ।

ক্যান্সার আক্রান্ত হওয়ার আশঙ্কা কমে, ইমিউনিটি এতটা বেড়ে যায় যে, ছোট-বড় কোনো রোগই ধারেকাছে ঘেঁষতে পারে না। শরীর থেকে টক্সিন বের হয়ে যায়। মুখে ব্রণ ওঠে না, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়, ওজন নিয়ন্ত্রণে থাকে। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে, হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে। এতে শরীর ভেতর ও বাইরে থেকে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে, অ্যালার্জি হওয়ার আশঙ্কা একেবারে কমে যায়। ইন্টারনেট।