সাইক্লিংয়ে কমে ক্যান্সারের ঝুঁকি

সাইক্লিংয়ে কমে ক্যান্সারের ঝুঁকি

ছবি: সংগৃহীত

সাইকেলের ওপর নির্ভরশীল ব্যক্তিদের প্রাণঘাতী রোগ হওয়ার ঝুঁকি কম থাকে। এ বিষয়ে অফিস যাত্রীদের নিয়ে গবেষণা করেছে যুক্তরাজ্যের এক ইউনিভার্সিটি। এতে দেখা গেছে যে সব লোক সাইকেল চালিয়ে অফিসে যাওয়া আসা করেন, তাদের ক্যান্সারে ও হৃদরোগে আক্রান্ত হওয়ার সংখ্যা নেই বললেই চলে। ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত গবেষণামূলক ওই প্রতিবেদনটিতে আরো বলা হয়, যারা হেঁটে হেঁটে অফিসে বা কাজে যান অথবা হেঁটে হেঁটে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও ওই রোগগুলো হওয়ার ঝুঁকি থাকে না। এ ক্ষেত্রে সপ্তাহে অন্ততপক্ষে ৬ মাইল হাঁটতে হবে।

ওই বিশ্ববিদ্যালয়ের এক গবেষক বলেন, কাজে যাওয়ার উপায়ের ওপর স্বাস্থ্য ঝুঁকির সম্পর্ক ওৎপ্রোতভাবে জড়িত। বিশেষ করে সাইকেল চালিয়ে কাজে যাওয়ার উপকারিতার কথা অনস্বীকার্য। সাইকেল চালনার সাথে ক্যান্সারের ঝুঁকি কম থাকার সম্পর্কটা আসলে কী সেটি ওই গবেষণায় অবশ্য দেখানো হয়নি। তবে সাইকেল চালালে যে শরীরের মেদ কমে এবং শরীরের যেকোনো প্রদাহ সেরে যায়, এ বিষযে গবেষকরা জোর দেন।