ভারতের নির্বাচনের ফল, বড় ব্যবধানে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট

ভারতের নির্বাচনের ফল, বড় ব্যবধানে এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন জোট

ভারতে নির্বাচনের ফল ঘোষণা চলছে

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে ৪৬২ আসনের ফল পাওয়া গেছে। এতে দেখা ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ ২৬০টি আসনে জয় লাভ করেছে, কংগ্রেসের নেতৃত্বাধীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) ১০০টি আসনে জয় পেয়েছে, মহাগতবন্ধন (এমজিবি) জোট পেয়েছে ২৬। এছাড়া অন্যান্য দল জয় পেয়েছে ৮০টি আসনে।

এরআগে গত ২০ মে লোকসভা নির্বাচনের সাত দফার ভোটের শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হওয়ার পর বিভিন্ন জরিপ সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলছিল, আবারো দিল্লীর মসনদে বসতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি জোট। তারা আসন পেতে পারে তিনশ’রও বেশি। প্রধান বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন জোটের ঘরে আসতে পারে দেড়শ’র কিছু বেশি আসন। আর পশ্চিমবঙ্গে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস।

 

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। শেষ ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পর বিভিন্ন জরিপ সংস্থার বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে মোদির জয়ের চিত্র।

এরইমধ্যে ১টি আন্তর্জাতিক ও ৩টি স্থানীয় সংস্থা তাদের বুথ ফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। সে অনুযায়ী তিনশ’র বেশি আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আর প্রধান বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন জোট দেড়শ’রও বেশি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুথ ফেরত জরিপ বলছে, গতবারের মতো এবারো পশ্চিমবঙ্গে এগিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস। ৪২টি আসনের মধ্যে টিএমসি পেতে পারে ২৪টি আসন। এছাড়া, বিজেপি ১৪টি ও কংগ্রেস ২টি আসন পেতে পারে।

রোববার সপ্তম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় ভারতের ১৭তম লোকসভা নির্বাচন। ৩৮ দিনের দীর্ঘ এই ভোট পর্ব শেষে কারা বসছেন দিলি­র মসনদে, তা জানতে অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত। সেদিনই একসাথে ঘোষণা করা হবে ৫৪৩টি আসনের চূড়ান্ত ফলাফল