একমাস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

একমাস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ফটো।

আগামী ২৫শে জানুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং  সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও সমমানের পরীক্ষার কারণে এ নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।

আজ শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার আইনশৃঙ্খলা নিরাপত্তা সংক্রান্ত কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই নির্দেশনার কথা জানান। এ সময় তিনি পরীক্ষার নানা তথ্য তুলে ধরেন। আগামী ১লা ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন অংশগ্রহণ করবে। তার মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী রয়েছে। এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজন করতে মাসব্যাপী দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।