ত্বকের যত্নে অলিভ অয়েল

ত্বকের যত্নে  অলিভ অয়েল

ছবি:সংগৃহীত

শীতকালে ত্বকের যত্নে অলিভ অয়েলের ব্যবহার অনেক বেড়ে যায়। এই তেলের গুণও রয়েছে অনেক। গোসলের পরপরই সারা শরীরে অলিভ অয়েল ম্যাসাজ করলে ত্বকের ময়েশ্চারাইজিং অবস্থা বজায় থাকে। তবে তেল মালিশের আধা ঘণ্টা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলাটাই ভালো। এতে বাইরের ধুলোবালু ত্বকে লাগতে পারে না।

রাতে ঘুমানোর আগে একইভাবে অলিভ অয়েল ম্যাসাজ করলে ভালো ফল পাওয়া যায়। এ ক্ষেত্রে সকালে ওঠে হাত-মুখ ধুয়ে ফেলতে হবে।
অলিভ অয়েলে রয়েছে ভিটামিন-ই। এটি ত্বককে সতেজ রাখে। অলিভ অয়েলের সাথে টকদই ও অল্প পরিমাণ মধু একসাথে মিশিয়ে হাত-পায়ে ও মুখের ত্বকে ম্যাসাজ করলে ত্বক আরো উজ্জ্বল হয়। এটা সপ্তাহে দুই দিন ব্যবহার করলেই যথেষ্ট। ত্বকের সূক্ষ্ম বলিরেখা দেখা দিলে অলিভ অয়েল ম্যাসাজ করলে রেখা মিলিয়ে যাবে।

শীতের সময় কয়েক ফোটা অলিভ অয়েলের সাথে লেবুর রস ও ব্রাউন সুগার মিশিয়ে ঠোঁটে মাখলে ঠোঁট ফাটা বন্ধ হয় এবং ঠোঁট হয় সতেজ ও মসৃণ। পায়ের গোড়ালি ফেটে গেলে অলিভ অয়েল দিয়ে সহজেই ফাটা দূর করা যায়। হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে ওই পানিতে গোড়ালি ১০ থেকে ১৫ মিনিট ডুবিয়ে রাখতে হবে। এরপর নরম ব্রাশ দিয়ে গোড়ালি ঘষে ঘষে মরা কোষগুলো তুলে গোড়ালিতে অলিভ অয়েল ম্যাসাজ করতে হবে। পা ফাটা সারিয়ে তুলতে এটি ভালো কাজ করে।