প্রথম আলোর সম্পাদকের আগাম জামিন

প্রথম আলোর সম্পাদকের আগাম জামিন

ছবি:সংগৃহীত

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। এরপর তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। তিনি জামিন আবেদন করলে হাকিম আদালতকে তা বিবেচনা করতে বলেছেন হাইকোর্ট।

এজাহারে নাম না থাকা জামিন আবেদনকারী অন্যদের এ মামলায় অভিযোগ গঠন বা অভিযোগ আমলে না নেয়া পর্যন্ত গ্রেপ্তার বা হয়রানি না করতে বলা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম।

এরআগে বৃহস্পতিবার এ মামলায় নিম্ন আদালত মতিউর রহমানসহ ছয় জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। রোববার হাইকোর্টে মতিউর রহমান ছাড়াও জামিন চেয়ে আবেদন করেন প্রথম আলো’র সহযোহী সম্পাদক আনিসুল হক, কিশোর আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহ পরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।

গত বছরের ১লা নভেম্বর প্রথম আলোর ম্যাগাজিন কিশোর আলো’র বর্ষপূর্তি অনুষ্ঠান দেখতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার (১৫)। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেন আবরারের বাবা মজিবুর রহমান।