নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নাটোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে গৃহবধূ মনোয়ারা বেগম (৬২) হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর হানিফ শেখ (৪৫) নামের এক ব্যক্তি পুলিশের সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে উপজেলার কালাকান্দর এলাকার একটি কলাবাগানে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত হানিফ গৃহবধূ মনোয়ারা বেগম হত্যা মামলার ভাড়াটে খুনি। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

হানিফ শেখ উপজেলার কালাকান্দার গ্রামের রুহুল শেখের ছেলে। তাঁর এক ছেলে রয়েছে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহার ভাষ্য, প্রকৃত খুনিকে গ্রেপ্তারের স্বার্থে এখনই তাঁর নাম-পরিচয় বলা যাচ্ছে না। দ্রুত সময়ে নেপথ্যের নায়ককে গ্রেপ্তার করে আনুষ্ঠানিকভাবে তাঁর নাম, পরিচয়সহ হত্যার কারণ জানানো হবে। হানিফ শেখের বিরুদ্ধে ২০১৩ সালে বড়াইগ্রাম থানায় ডাকাতি, হত্যা ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।