শক্তিশালী ভুমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক, নিহত ১৮

শক্তিশালী ভুমিকম্পে কেঁপে উঠলো তুরস্ক, নিহত ১৮

ছবি: সংগৃহীত

তুরস্কের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কয়েক শতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পে দেশটির বহু বাড়ি ঘর ধসে পড়েছে। এছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে বহু বাসিন্দা রাস্তায় বের হয়ে আসে।

ভূমিকম্প কবলিত এলাজিগ প্রদেশের সিভ্রিস শহরে ৪০০ দলের বেশি উদ্ধার কর্মীদের পাঠানো হয়েছে।

মেলাহাট চান (৪৭) নামে ওই অঞ্চলের এক বাসিন্দা বার্তা সংস্থা এএফপি'কে বলেন, 'এটি খুব ভয়ঙ্কর ছিল, আসবাবপত্রগুলো আমাদের উপরে পড়ছিল, আমরা ভয়ে বাইরে পালিয়ে এসেছি।

তিনি আরও বলেন, আগামী দিনগুলো আমরা শহরের বাইরে একটি ফার্মহাউসে কাটিয়ে দিব।

তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮ টা ৫৫ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পে এলাজিগ প্রদেশের প্রদেশের ১৩ জন এবং এর পার্শ্ববর্তী প্রদেশ ৫ মালাতিয়ায় জনের প্রাণহানি ঘটেছে।

এছাড়া ধসে পড়া বাড়িতে বাসিন্দাদের ফিরে যেতে নিষেধ করা হয়েছে।