জামিন পেলেন ড. ইউনূস

জামিন পেলেন ড. ইউনূস

ছবি:সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় ৫ হাজার টাকা মুচলেকা দিয়ে জামিন পেয়েছেন গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।  রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলামের আদালত এ জামিন আবেদন মঞ্জুর করেন। 

এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন ইউনূস। গত ১৩ জানুয়ারি ড. ইউনূসসহ তার প্রতিষ্ঠানের আরও ৩ জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিলেন আদালত। 

শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘনের অভিযোগে গত ৫ জানুয়ারি ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় শ্রম আদালতে মামলা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের শ্রম পরিদর্শক (সাধারণ) তরিকুল ইসলাম।

ইউনূস ছাড়া অপর তিনজন হলেন- গ্রামীণ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা, পরিচালক আ. হাই খান ও উপ-মহাব্যবস্থাপক (জিএম) গৌরি শংকর। মামলার বাদী ২০১৯ সালের ১০ অক্টোবর গ্রামীণ কমিউনিকেশনসের সরেজমিন পরিদর্শনে গিয়ে শ্রম আইনের ১০টি নিয়ম লঙ্ঘন দেখতে পান বলে মামলার অভিযোগ উল্লেখ করা হয়।