ব্রাজিলে তীব্র ঝড় ও ভূমিধসে নিহত ৫৩

ব্রাজিলে তীব্র ঝড় ও ভূমিধসে নিহত ৫৩

ছবি: সংগৃহীত

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে কয়েক দিনের টানা তীব্র ঝড় এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির কর্তৃপক্ষ রবিবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিনাস গেরাইস রাজ্যে ৪৪ জন এবং এর পার্শ্ববর্তী এসপিরিত সান্ত অঞ্চলে ৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এখনো নিখোঁজ রয়েছেন ১৯ জন।

এছাড়া ঝড় আরও কয়েকদিন থাকতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে। সেইসঙ্গে বন্যা ও ভূমিধসের আশঙ্কায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় আবহাওয়া অফিস জানায়, মিনাস গেরাইস রাজ্যে এ বছর প্রবল বৃষ্টি হয়েছে যা গত ১১০ বছরের রেকর্ডকেও হার মানিয়েছে।

রাজ্য সরকার গুস্তোভা জেমা ৯৯ শহরে জরুরি সতর্কতা জারি করেছেন। পাশাপাশি হতাহতের ঘটনায় তিন দিনের সরকারি শোক ঘোষণাও দেন তিনি। ইয়াহু, ইনডিপেন্ডেন্ট।