নিয়োগ পরীক্ষার আবেদন ফি কামানোর দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

নিয়োগ পরীক্ষার আবেদন ফি কামানোর দাবিতে ঢাবি  শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি:সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৯ জানুয়ারি) সকালে রাজু ভাস্কর্য চত্বরে কয়েক শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। 

এ সময় শিক্ষার্থীরা ‘টাকা নেই, ইনকাম নেই, চাকরি নিত্য সার্কুলার আছে, আবেদন করার সামার্থ নেই’ স্লোগানসহ চাকরির ফি কমানোর দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ কর্মসূচিতে নেতারা বলেন, বাংলাদেশের চাকরির বাজার খুব কঠিন অবস্থায়। একজন চাকরি প্রার্থীর কোনটি ভাগ্যে জুটবে সেটাই বড় মুশকিল। তাই শিক্ষার্থীরা প্রতিটি সার্কুলারে বাধ্য হয়ে আবেদন করতে হয়। কিন্তু এই চাকরির আবেদনের সর্বনিম্ন মূল্য ৫০০। কোনটাতে ১ হাজার টাকারও বেশি। একজন বেকারের পক্ষে একটি চাকরিতে ব্যর্থ হলে পূনরায় এত টাকা খরচ করে আবেদন করা সম্ভব নয়। তাই চাকরির আবেদনে ফি শিক্ষার্থীদের সামর্থের মধ্যে রাখার দাবি করছি।

এছাড়া সরকারি চাকরির আবেদন ফি কমানো দাবি নিয়ে শিগগিরই আন্দোলনে যাবে ছাত্র অধিকার পরিষদ। এমনটাও জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের নেতারা।