খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

ছবি:প্রতীকী

খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ইউপিডিএফ নেতার নাম অর্জুন চাকমা। তিনি ইউপিডিএফের প্রসীতপন্থী নেতা বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার সাপমারার অচৈইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে ইউপিডিএফ প্রসীতপন্থী। নিহত অর্জুন চাকমা উপজেলার অচৈইপাড়ার ইউপিডিএফের প্রসীতপন্থীর সংগঠক। তার বাড়ি একই এলাকায়।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলার সংগঠক অংগ্য মারমা জানান, নিহত অর্জুন চাকমা ওই এলাকার সংগঠক ছিলেন। বৃহস্পতিবার সকালে সরস্বতী পূজা উপলক্ষ্যে অচৈইপাড়ায় কাজে যান তিনি। এ সময় ‘নব্য মুখোশ বাহিনীর’ সন্ত্রাসীরা অর্জুনকে গুলি করে হত্যা করে। পাহাড়কে অস্থির করার জন্যই অর্জুন চাকমাকে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে গেছে।