ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

ছবি:সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে বৃহস্পতিবার ভোর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী দেশ ইসরাইল।তবে সিরিয়ার সেনাবাহিনী এসব হামলার বেশিরভাগই প্রতিহত করেছে। খবর সানা ও আরব নিউজের।

এখন পর্যন্ত এসব হামলায় প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। সিরিয়ায় বাশার আল আসাদের অনুগত বাহিনী বলছে, ইহুদিবাদী দেশ ইসরাইল বিনা উসকানিতে গোলান মালভূমি থেকে লেবাননের ওপর দিয়ে এসব হামলা চালিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ইখবাড়িয়ায় প্রকাশ করা ফুটেজে দেখা যায়, বেশ কয়েকটি মিজাইল হামলা আকাশেই প্রতিহত করেছে সিরীয় বাহিনী।

দামেস্কের আল কিসওয়া ও মেজ্জা সামরিক বিমানবন্দরের কাছেই ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে, সিরিয়ার ও ইরানের সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করেই এ হামলা চালায় ইসরাইল।