আজ ‍ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আজ ‍ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন। ২০ বছরের মধ্যে নেপালের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটাই হবে প্রথম দ্বিপাক্ষিক সফর।

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান থাকলেও তাদের মধ্যে বাণিজ্যসহ অন্য সহযোগিতা আসিয়ান বা ইউরোপের দেশগুলোর তুলনায় অনেক কম।এই প্রেক্ষাপটে গাওয়ালির এ সফরের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার বিদ্যমান আঞ্চলিক সম্পর্ক আরও জোরদারের আশা করছেন তারা।

আগামীকাল মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকে বসবেন গাওয়ালি। এ বৈঠকে বাণিজ্য, বিদ্যুৎ, কানেক্টিভিটি, বিনিয়োগসহ অন্যান্য সহযোগিতার বিষয়ে আলোচনা হবে।

এ বিষয়ে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফি বিনতে সামস বলেন, গত নভেম্বরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপাল সফরে যান, যা ছিল বাংলাদেশের কোনো রাষ্ট্রপতির প্রথম কাঠমান্ডু সফর।

তিনি বলেন, ওই সফরের সাফল্যকে এগিয়ে নেওয়ার জন্য আরও দ্বিপাক্ষিক রাজনৈতিক সফর দরকার এবং এর ধারাবাহিকতায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন।

আগামীকাল মঙ্গলবার ঢাকায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাত করবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য নেপালের প্রতি আহবান জানানো হবে।


কূটনৈতিক সূত্র জানায়, এগ্রিকালচার, আইসিটি, নবায়নযোগ্য এনার্জি, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চায় নেপাল। অন্যদিকে, নেপালের কাছে হাইড্রো পাওয়ার চাইবে বাংলাদেশ। এছাড়া, ক্রসবর্ডার পাওয়ার ট্রান্সমিশন প্রতিষ্ঠায় ভারতকে সাথে নিয়ে ত্রিদেশীয় সহযোগিতা কার্যক্রম চালুর বিষয়েও আলোচনা করবে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তন, ট্রান্সবাউন্ডারি রিভার বেসিন ও পানিসম্পদের টেকসই ব্যবস্থাপনা বিষয়ে নেপালের সাথে সহযোগিতার সম্পর্ক গড়ে তুলতে চায় বাংলাদেশ।