পাকিস্থানদের হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলার বাঘিনীরা

পাকিস্থানদের হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারলো বাংলার বাঘিনীরা

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ।

আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বের শেষদিনে আজ বৃহস্পতিবার মাঠে নেমেছিল বাংলাদেশ ও পাকিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ভালো করতে পারিনি বাংলার মেয়েরা তারা ২০ ওভারে   ৮ উইকেট হারিয়ে ১১১ রান করে ।সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার মুর্শিদা খাতুন। দুই অঙ্কের কোঠায় যাওয়া অন্যদের মধ্যে ফারজানা হক ২১, রিতু মনি ১৪ ও নিগার সুলতানা করেন ১৩ রান।

পাকিস্তানের পক্ষে আইমান আনোয়ার নেন দুই উইকেট এবং আনাম আমিন, আলিয়া রিয়াজ ও সাদিয়া ইকবাল একটি করে উইকেট তুলে নেন।

অপরদিকে ছোট লক্ষ্য তাড়া করতে যেয়ে ১৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৬ রানে থেমে যায় পাকিস্তানের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন ওপেনার জাভেরিয়া খান। দুই অঙ্কের কোঠার মধ্যে আলিয়া রিয়াজ ১৮ ও নিদার দার করেন ১৪ রান করেন।

বাংলাদেশের পক্ষে চারটি উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন জাহানারা আলাম। ৩.৪ ওভারে মাত্র ২২ রান দেন তিনি। এছাড়া খাদিজাতুল কোবরা তিনটি, সালমা খাতুন দুটি এবং পান্না ঘোষ একটি করে উইকেট নেন।