ভারত সফরে ধর্মীয় স্বাধীনতার ইস্যু তুলবেন ট্রাম্প

ভারত সফরে ধর্মীয় স্বাধীনতার ইস্যু তুলবেন ট্রাম্প

ছবি:সংগৃহীত

ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ধর্মীয় স্বাধীনতার ইস্যু উত্থাপন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ২৪ ফেব্রুয়ারি তার দু’দিনের সফরে ভারত আসার কথা। এ নিয়ে শুক্রবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, ভারতের গণতান্ত্রিক ধারা ও প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা রয়েছে যুক্তরাষ্ট্রের। ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

হোয়াইট হাউজের একজন সিনিয়র কর্মকর্তা শুক্রবার সংবাদ সম্মেলনে বলেছেন, উভয় দেশের গণতান্ত্রিক ধারা ও ধর্মীয় স্বাধীনতার বিষয় আলোচনায় তুলে ধরবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সরকারি পর্যায়ে এবং অবশ্যই ব্যক্তিগত পর্যায়ে তিনি এই ইস্যুতে কথা বলবেন। এসব ইস্যুতে, বিশেষ করে ধর্মীয় স্বাধীনতার ইস্যু তিনি তুলে ধরবেন। কারণ, এটা হলো এই প্রশাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু।

ভারতে নাগরিকত্ব সংশোধন বিল (সিএএ) এবং জাতীয় নাগরিকপঞ্জিকরণ (এনআরসি) ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা প্রেসিডেন্ট ট্রাম্পের আছে কিনা এমন এক প্রশ্নের জবাব দিচ্ছিলেন হোয়াইট হাউজের ওই কর্মকর্তা।