ভাষা শহীদদের প্রতি ইবির বিদেশী শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি

ভাষা শহীদদের প্রতি ইবির বিদেশী শিক্ষার্থীদের শ্রদ্ধাঞ্জলি

ছবি:সংগৃহীত

বাঙ্গালীর মাতৃভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বিদেশী শিক্ষার্থীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এসময় শৃলঙ্কা, নেপাল, ইথিওপিয়া, সোমালিয়াসহ এশিয়ার কয়েকটি দেশের প্রায় ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে রাত পৌনে ১২টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে শোক র‌্যালিতে অংশ নেন তারা। প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর একে একে বিভিন্ন সংগঠন ও বিভাগ শ্রদ্ধা জানানোর সময় তারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তাদের সাথে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্টস সেল।

এ বিষয়ে ইন্টারন্যাশনাল ফরেন স্টুডেন্টস সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা বাঙ্গালীরা ভাষার জন্য জীবন দিয়েছি। আমাদের ভাষা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বিদেশী শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো মাধ্যমে তাদের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।