কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ

কুষ্টিয়ায় মাকে হত্যার দায়ে ছেলের ফাঁসির আদেশ

ছবি:সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে মাকে হত্যার অভিযোগে বাবার দায়ের করা মামলায় ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা ও জায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন, দৌলতপুর উপজেলার আংদিয়া গ্রামের আজিজুল সরদারের ছেলে জুয়েল সরদার ওরফে জুয়েল রানা (২৮)।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বে পারিবারিক কলহের জের আসামি জুয়েল রানা তার মা বানেরা খাতুন ওরফে বানুকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্বামী ও আসামির বাবা আজিজুল সরদার ছেলে জুয়েল রানাকে একমাত্র আসামি করে দৌতলপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন স্বাক্ষীর স্বাক্ষ্য শুনানি শেষে নিহত মা বানেরা খাতুনের ছেলে আসামি জুয়েল রানার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় হত্যার দায়ে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।