জাহাঙ্গীরনগর সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না

জাহাঙ্গীরনগর সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না

ছবি:সংগৃহীত

সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছেনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সকল পাবলিক বিশ্ববিদ্যালয় একটি পরীক্ষার মাধ্যমে ভর্তি নেয়ার বিষয়কে নাকচ করে দিয়েছে জাবির অ্যাকাডেমিক কাউন্সিল। মঙ্গলবার অনুষ্ঠিত এক বিশেষ একাডেমিক কাউন্সিলে নিজেদের নিয়মে স্নাতক (সম্মান)এর ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

কাউন্সিলের সিদ্ধান্তের বিষয়ে জাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ জানান, ‘গত ১৬ তারিখের পর মঙ্গলবার অ্যাকাডেমিক কাউন্সিল সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। সভার আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিবেনা। স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদের সমুন্নত রাখতে বিশ্ববিদ্যালয় এ্যাক্ট অনুযায়ী আমরা নিজেদের পদ্ধতিতে পরীক্ষা নেব। তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির মতামতকে বিবেচনায় রাখব। প্রধান ৫ টি বিশ্ববিদ্যালয় ব্যতিত বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু সমন্বিত পদ্ধতিতে পরীক্ষা নিবে, আমরা এবছর তাদের ‘অবস্থা’পর্যবেক্ষণ করব।’