হাইকোর্টে খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন

হাইকোর্টে খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন

ছবি:সংগৃহীত

জিয়া চ্যারিটেবল ও অরফানেজ মামলায় সাজাপ্রাপ্ত  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্য প্রতিবেদন আদালতে পৌঁছেছে।  পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর বেগম জিয়ার সবশেষ স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদন জমা দেয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএসএমএমইউ’র আইনজীবী তানিয়া আকতার বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য প্রতিবেদন সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলের কাছে হস্তান্তর করেন।এর আগে গেল রবিবার (২৩ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বেগম জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন দাখিলে বুধবার বিকেল ৫টা পর্যন্ত সময় বেঁধে দেন। 

হাইকোর্টের দেয়া নির্দেশে বেগম জিয়ার চিকিৎসা বিষয়ক তিনটি অবস্থার তথ্য জানতে চাওয়া হয়। এর মধ্যে মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী খালেদা জিয়া অ্যাডভান্স থেরাপির জন্য সম্মতি দিয়েছেন কি না, দিলে সেই চিকিৎসা শুরু হয়েছে কি না এবং চিকিৎসা শুরু হয়ে থাকলে এখন কী অবস্থা- তা জানিয়ে প্রতিবেদন দাখিলেন নির্দেশ দেয়া হয়। ওইদিনই জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত মূলতবি করেন আদালত।