স্বর্ণের বাজারে করোনার প্রভাব

স্বর্ণের বাজারে করোনার প্রভাব

ছবি:সংগৃহীত

করোনাভাইরাসের প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে বাড়ছে । বিশ্বের বড় বড় শেয়ারবাজারে ধস শুরুর পাশাপাশি হু হু করে বাড়ছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ২০১৩ সালের পর সর্বোচ্চ এক হাজার ৬৮৯ দশমিক ৩১ মার্কিন ডলারে।

বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে দাম বাড়াচ্ছেন দেশের স্বর্ণ ব্যবসায়ীরাও। দেশে বর্তমানে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৬১ হাজার ৫২৭ টাকায়। বিশ্লেষকদের অনুমান, শেয়ারবাজারে পতনের এ ধারা অব্যাহত থাকলে এবং জ্বালানি তেলের দাম কমতে থাকলে স্বর্ণের দাম আরো বেড়ে যেতে পারে।

বর্তমান দর অনুযায়ী, দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ৬১ হাজার ৫২৭ টাকা, যা গত বছরের এ সময়ে ছিল ৫৩ হাজার টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ ৫৪ হাজার ১৭৯ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৪১ হাজার ৪০৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম বর্তমানে ৯৩৩ টাকা। এর আগে ৫ জানুয়ারি ও ১৯ ডিসেম্বর দুই দফায় স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।

জুয়েলারি সমিতি সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, আন্তর্জাতিক বাজারে গত এক বছরে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২৫০ ডলার বা একুশ হাজার টাকা। করোনাভাইরাসের পাশাপাশি সদ্যসমাপ্ত চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের কারণেও স্বর্ণের দাম দফায় দফায় বেড়েছে বলে জানান, সমিতির সাধারণ সম্পাদক দিলিপ কুমার আগরওয়াল। স্বর্ণের দাম সহসা কমার সম্ভাবনা নেই জানিয়ে তিনি বলেন, বাড়তি দামের কারণে দেশের বাজারে স্বর্ণের বেচাকেনায় মন্দাভাব দেখা দিয়েছে।