ক্যাম্পাস পরিচ্ছন্নতায় ইবির লোক প্রশাসন বিভাগ

ক্যাম্পাস পরিচ্ছন্নতায় ইবির লোক প্রশাসন বিভাগ

ছবি : সংবাদাতা

পলিথিন, প্লাস্টিক ও আবর্জনা কুঁড়িয়ে ক্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ। বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা মিলে বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মীর মশারররফ হোসের একাডেমিক ভবন সংলগ্ন এলাকায় এ কর্মসূচী পালন করেন। লোক প্রশাসন দিবস উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করেন তারা।

এসময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেনের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, অধ্যাপক ড. আ ক ম মতিনুর রহমান, অধ্যাপক মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. ফখরুল ইসলামসহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা ।

এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার হোসেন বলেন, ‘লোক প্রশাসন দিবস উপলক্ষে আমরা সচেতনতামূলক এই কর্মসূচি পালন করেছি। আশেপাশের পরিবেশকে পরিস্কার রাখা পরিবেশ ব্যবস্থাপনার একটি অংশ। সচেতনতা সৃষ্টি করা লোক প্রশাসনের একটি উদ্দেশ্য। কারণ লোক প্রশাসন পরিবেশকে বাদ দিয়ে নয়।’

উল্লেখ্য, আগামী ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে পিঠা উৎসব, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ^বিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ।