খালেদা জিয়ার জামিন শুনানির আদেশ দুপুর ২টায়

খালেদা জিয়ার জামিন শুনানির আদেশ দুপুর ২টায়

ছবি: সংগৃহীত

 চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায়। 

এর আগে এ মামলায় গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয় খালেদা জিয়ার জামিন শুনানি। তবে ওইদিন শুনানি অসমাপ্ত থাকে। ওইদিন দুপুরে শুনানির একপর্যায়ে হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের বেঞ্চ পরবর্তী দিন ২৭ ফেব্রুয়ারি ধার্য করেন। একইসঙ্গে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার মধ্যে শারীরিক অবস্থার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

শুনানিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে আজ বৃহস্পতিবারও  সুপ্রিম কোর্টের চারপাশে ও সুপ্রিম কোর্ট অঙ্গনে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়। সর্বোচ্চ আদালতের প্রতিটি প্রবেশপথে ব্যাপক আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। পরিচয়পত্র দেখে প্রত্যেককে সুপ্রিম কোর্টের ভেতর প্রবেশের অনুমতি দেওয়া হয়। সুপ্রিম কোর্টসহ আশপাশের এলাকায় মানুষের নিরাপত্তায় মোতায়েন করা হয়  পুলিশ সদস্য।