ইবি শিক্ষার্থীদের কণ্ঠে মোদি বিরোধী স্লোগান

ইবি শিক্ষার্থীদের কণ্ঠে মোদি বিরোধী স্লোগান

ছবি : সংবাদাতা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ঘোষিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি করার প্রতিবাদে ও তার আগমন বন্ধ করার দাবিতে মানবন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার বেলা পৌনে একটায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব মুর‌্যালের সামনে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে মোদির আগমন বিরোধী শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেয় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী। এসময় ‘বঙ্গবন্ধুর বাংলায় মোদির ঠাই নাই’, ‘সাম্প্রদায়িক মোদিকে বাংলাদেশে চাই না’, ‘মুসলিমদের উপর হামলা বন্ধ কর’, ‘গো ব্যাক মোদি’ ‘বয়কট মোদি’ সহ বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার কথা রয়েছে। সম্প্রতি ভারতে মুসলমানদের বিরুদ্ধে দেশটির সনাতনধর্মীদের সহিংসতায় প্রাণ হারানোর ঘটনায় মোদিকে একজন সাম্প্রদায়িক, উগ্রবাদী, দাঙ্গাবাজ হিসেবে উল্লেখ করেন শিক্ষার্থীরা। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশে তার জন্মশতবার্ষিকীতে মোদির আগমন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানায় শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘বঙ্গবন্ধু সবসময় অসম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। অপরদিকে নরেন্দ্র মোদির সাম্প্রদায়িক চেতনায় ভারতে মুসলমানদের উৎখাত করে দিতে মুসলিমদের উপর হামলা চালাচ্ছে। তাই বঙ্গবন্ধুর এই জন্মশতবার্ষিকীতে মোদিকে বাংলায় আসতে দেওয়া অসম্প্রদায়িক চেতনার পরিপন্থি।’