জয়শূন্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো সালমারা

জয়শূন্য দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো সালমারা

ফাইল ছবি

এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। আজ মেলবোর্নের জংশন ওভালে নিজেদের শেষ ম্যাচেও হেরে গেছেন সালমারা। শ্রীলঙ্কার মেয়েদের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশে মেয়েরা। এই নিয়ে টানা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়শূন্য থাকল বাংলাদেশ।‘এ’ গ্রুপে চার ম্যাচের চারটিতেই হেরে তলানীতে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিলো বাংলাদেশ নারী দল। এ নিয়ে টানা তিন টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়হীন থাকল বাংলাদেশ। ২০১৪ সালে ঘরের মাঠে হওয়া সে আসরে সর্বশেষ জয় পেয়েছিল টাইগ্রেসরা।
মেলবোর্নে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ৯১ রান করে বাংলাদেশ। নিগার সুলতানার ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৪৫ বলে ৩৯ রান। এছাড়া বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। লঙ্কান বোলিং অলরাউন্ডার শশীকলা সিরিবর্ধনে ১৭ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন এ ম্যাচ দিয়ে।

বিদায়ী ম্যাচে আলো ছড়িয়েছেন তিনি। ১৬ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরাও।
৯২ রানের সহজ লক্ষ্য ২৭ বল হাতে রেখেই পেরিয়ে যায় লঙ্কান মেয়েরা। ৩৯ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ওপেনার হাসিনি পেরেরা। আরেক ওপেনার চামারি আতাপাত্তুর ব্যাট থেকে আসে ৩০ রান।