ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তামিমের

ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তামিমের

ফাইল ছবি

খোলস থেকে বেরিয়ে এলেন তামিম ইকবাল। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ধীরগতিতে ব্যাট চালাচ্ছিলেন তিনি। পরে ওয়েসলি মাধেভেরের বলে ২৪ রানে সাজঘরে ফিরেন তিনি। কিন্তু আজ শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন তিনি। চোখ ধাঁধানো শটে ৪২ বলে করেছেন হাফসেঞ্চেুরি। এর মধ্যে ৪০ রান তুলে নিয়েছেন বাউন্ডারি হাঁকিয়ে। সেই ধারাবাহিকতায় পূর্ণ করেছেন সেঞ্চুরি। এই যাত্রায় পুল, ফ্লিক, লেগ গ্লান্স, স্ট্রেট ড্রাইভ, কভার ড্রাইভ সব ধরণের শট খেলেছেন তামিম।

এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি। ১০৬ বলে ১৪টি বাউন্ডারি দিয়ে শতক সাজিয়েছেন এই ওপেনার।

তামিমের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ এখন ৩৭ ওভারে ৩ উইকেটে ২০০ রান।

ক্রিজে এখন তামিমের সাথে আছেন মাহমুদুল্লাহ। সংগ্রহ ৪২ বলে ২৫ রান।

এর আগে হাফসেঞ্চুরি করেন মুশফিকুর রহিম। ৪৭ বলে পাঁচটি বাউন্ডারিতে হাফসেঞ্চুরি করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম ফিফটি। এরপর বেশি দুর এগিয়ে যেতে পারেননি। আর পাঁচটি রান করেই ওয়েসলি মাধেভেরের বলে টিনোটেন্ডা মুতোম্বোজির তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন।