সিরিজ জয়ের জন্য ৩২৩ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ

সিরিজ জয়ের জন্য ৩২৩ রানের বড় টার্গেট দিল বাংলাদেশ

ছবি: সংগৃহীত

 ক্যারিয়ারসেরা ইনিংস খেললেন তামিম ইকবাল। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দলীয় সর্বোচ্চ ইনিংসের নতুন রেকর্ড গড়লো বাংলাদেশ। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৩৬ বলে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম। সঙ্গে মুশফিকুর রহীমের ৫৫, মাহমুদুল্লাহ রিয়াদের ৪১ ও মোহাম্মদ মিঠুনের ১৮ বলে ৩২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩২২/৮। সিরিজের প্রথম ম্যাচে ৩২১ রান তুলেছিল টাইগাররা।

মঙ্গলবার দুপুর একটায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে জিম্বাবুয়ে-বাংলাদেশ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মাশরাফি।

ম্যাচের শুরুতেই রান আউটে হোঁচট খায় ওপেনার লিটন এবং শান্ত। দুজনে যথাক্রমে ৯ এবং ৬ রান করে ফেরেন সাঁজঘরে।

মুশফিকের সাথে শক্ত খুটি তৈরী করেন ওপেনার তামিম ইকবাল। মুশি ফেরেন ৫০ বলে ৬টি চারে ৫৫ রান করে। ২৬তম ওভারে ওয়েসলি মাধেভেরের চতুর্থ বলে তুলে মারতে গিয়ে টিনোটেন্ডা মুতোমবোজির ক্যাচে পরিণত হন তিনি।

থেমে থাকেননি দেশ সেরা ওপেনার তামিম ইকবালের ব্যাট। তামিমের ব্যাট হেসেছে। অনন্দ দিয়েছে দর্শকদের। ৪৬ তম ওভারে কার্ল মুম্বার বলে টিনোটেন্ডা মুতোমবোজির তালু বন্দি হন তিনি। এর আগেই মুম্বার প্রথম বলে ছক্কা মেরে ওয়ানডে ক্যারিয়ারে তার ১৫৪ রানের সর্বোচ্চ রেকর্ড টপকায় তামিম। খেলেন  ১৩৬ বলে ১৫৮ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। এর আগে ম্যাচের ৩৭তম ওভারে উইলিয়ামসের পঞ্চম বলে দুই রান নিয়ে শতক পূর্ণ করেছেন এই ওপেনার।

এর সাথে মাহমুদউল্লার ৪১ এবং মিঠুনের ১৮ বলে অপরাজিত ৩২ রানে জিম্বাবুয়েকে বড় টার্গেট দেয় স্বাগতিকরা। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২২ রান। তাই আফ্রিকান দলটির সিরিজে সমতা আনতে টপকাতে ৩২৩ রানের বিশাল টার্গেট।