মুজিববর্ষের অনুষ্ঠানে থাকবে বাড়তি নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মুজিববর্ষের অনুষ্ঠানে থাকবে বাড়তি নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে নাশকতার কোনো আশঙ্কা নেই। এখন পর্যন্ত কোনো শঙ্কা পাইনি। গোয়েন্দা সংস্থাও এমন কিছু জানায়নি।

বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত উপ-কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মুজিববর্ষের অনুষ্ঠান হবে পুরনো বিমানবন্দরের প্যারেড স্কয়ারে।অনুষ্ঠানের প্রতিটি স্তরেই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা থাকবে।  অনুষ্ঠান ঘিরে যাতে কেউ নাশকতা করতে না পারে সেজন্য সতর্ক দৃষ্টি থাকবে আমাদের। স্যোশাল মিডিয়ার গুজবকারীদের দিকেও নজর রাখা হবে। এমন কিছু পেলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।’ 

১৭ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানে লক্ষাধিক অতিথি আসবেন। সেদিন ট্রাফিক রুট কি হবে তা পরে জানিয়ে দেয়া হবে। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, দেশি-বিদেশি অতিথি, কূটনৈতিকদের আসনগ্রহণের অবস্থান থেকে শুরু করে সব জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। একইসঙ্গে দেশের ভিআইপিদের জন্যও সে ব্যবস্থা রাখা হচ্ছে। ফায়ার সার্ভিস, মেডিক‌্যাল টিম সব সময় প্রস্তুত থাকবে।

তিনি বলেন, ‘অনুষ্ঠানের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যত সদস্য প্রয়োজন তাই আমরা রাখব। ১০ হাজার লাগলে তাই থাকবে, বেশি লাগলে বেশি থাকবে। মুজিববর্ষের অনুষ্ঠান নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে।’

তিনি বলেন, ‘ওই দিন বিকেল ৩টা ১৫ মিনিটের মধ্যে মুজিববর্ষের অনুষ্ঠানস্থলের সব গেট বন্ধ হয়ে যাবে। সেদিন বেলা ১১ টার মধ্যে ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠান শেষ করবে।’