অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

ফাইল ছবি

বাংলাদেশের সব থেকে সফল অধিনায়ক ও এক সময় টাইগার পেস এ্যাটাক একমাত্র হাতিয়ার মাশরাফি বিন মুর্তজা আর অধিনায়কত্ব করবেন না বলে ঘোষনা দিলেন।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল (শুক্রবার) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচই হবে অধিনায়ক হিসাবে মাশরাফি বিন মর্তুজার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন মাশরাফি। এমন ভাবেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার মাটিতে সিরিজের শেষ ম্যাচের ঠিক আগমুহূর্তে বলে দিয়েছিলেন জাতীয় দলের হয়ে আর টি-টোয়েন্টিতে দেখা যাবে না তাঁকে। তবে, খেলোয়াড় হিসাবে মাশরাফি তার  ওয়ানডে আন্তর্জাতিক ক্যারিয়ার চালিয়ে যাবে কিনা এ ব্যাপারে তিনি নিশ্চিত করেননি।

মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমি প্রফেশনালি এই সিদ্ধান্ত নিয়েছি। অধিনায়কের দায়িত্বটা সবসময় চ্যালেঞ্জিং। চেষ্টা করেছি দলকে সর্বোচ্চটা দেয়ার। আশা করি, সামনে যাকে অধিনায়ক করা হবে তাকে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কারণ, আপনি যদি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সবকিছু রেডি পান তাহলে তো আর আপনার কোনো কিছু করার আখাঙ্ক্ষা থাকে না। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি।’

সতীর্থদের নিয়ে মাশরাফি বলেন, ‘আমি আমার পরিবারের সদস্যদের যেমন ভালোবাসি, শ্রদ্ধা করি সতীর্থদেরও তেমন ভালোবাসি, শ্রদ্ধা করি। ভবিষ্যতেও তাদের প্রতি ভালোবাসা থাকবে। তাদের জন্য সবসময়ই শুভকামনা থাকবে।’