জি কে শামীমের জামিন বাতিল

জি কে শামীমের জামিন বাতিল

ফাইল ছবি

ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেফতার প্রভাবশালী ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের জামিন বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার রাষ্ট্রপক্ষ তার জামিন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করলে তার জামিন সংক্রান্ত সকল নথি তলব করেন প্রধান বিচারপতি। বেলা সোয়া ১টার দিকে জি কে শামীমের জামিন বাতিল করে দেন হাইকোর্ট।

হাইকোর্টের পৃথক দুটি দ্বৈত বেঞ্চ চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জি কে শামীমের জামিন মঞ্জুরের আদেশ দেয়। এর মধ্যে মাদক মামলায় এক বছর এবং অস্ত্র মামলায় ছয় মাসের জামিন পান তিনি। তবে জামিনের বিষয়ে জানা নেই বলে দাবি করেছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুর রহমান খান।