লালশাড়ী ও গহনাপরা অবস্থায় ভেসে উঠলো পূর্ণিমার লাশ

লালশাড়ী  ও গহনাপরা অবস্থায় ভেসে উঠলো পূর্ণিমার লাশ

ছবি: সংগৃহীত

বধুবেশে আর স্বামীর বাড়ি যাওয়া হলো না সুইটির।  পরনে লাল শাড়ী ,গলায় গহনার মালা, বধু সাজের সাজ, নেই শধু তার ভেতরে প্রাণটাই,পড়ে আছে নিথর দেহ। আজ সোমবার সকাল ৬টার দিকে রাজশাহী নগরীর সাহাপুর এলাকায নববধুর লাশটি ভেসে উঠে।

 শুক্রবার (৬মার্চ ) সন্ধ্যায় বর-কনেবাহী দু’টি নৌকাডুবির পর গত শনিবার সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ ৯ জনের মধ্যে ছয়জনের এবং গতকাল রোববার বিকেল পর্যন্ত আরো দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। অবশেষে নিখোঁজ নববধূর লাশ পাওয়া গেল।

এ ছাড়া গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় ডুবে যাওয়া দ্বিতীয় নৌকাটিও নদীর তলদেশ থেকে উদ্ধার করা হয়। এর আগে শনিবার দুপুরে উদ্ধার করা হয় অপর নৌকাটি। মর্মান্তিক এই দুর্ঘটনায় স্বজন হারানোর শোকে নিহতদের বাড়িতে এখনো মাতম চলছে।

রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, দু’টি নৌকায় বর-কনেসহ অন্তত ৩৬ জন যাত্রী ছিলেন।

রাজশাহীর নৌ-পুলিশ পরিদর্শক মেহেদী মাসুদ সাংবাদিকদের জানান, নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। যে নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন, কনে সুইটি খাতুন পূর্ণিমা (১৬), পূর্ণিমার দুলাভাই রতন আলী (৩০), তার মেয়ে মরিয়ম খাতুন (৬), কনের চাচা শামীম হোসেন (৩৫), স্ত্রী মনি খাতুন (৩০), তাদের মেয়ে রশ্মি খাতুন (৭), তাদের আত্মীয় এখলাস হোসেন (৩৫), কনের ফুফাতো বোন রুবাইয়া খাতুন স্বর্ণা (১৩) এবং কনের খালা আঁখি খাতুন (২৫)।