যুক্তরাষ্ট্রে ৫ রিপাবলিকান আইনপ্রণেতা কোয়ারেন্টিনে

যুক্তরাষ্ট্রে ৫ রিপাবলিকান আইনপ্রণেতা কোয়ারেন্টিনে

টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে নিজ থেকে কোয়ারেন্টিনে গেছেন ৫ রিপাবলিকান আইন প্রণেতা নেতা। সম্প্রতি এক সম্মেলনে করোনা আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর কোয়ারেন্টিনে যান তারা।

এদের মধ্যে টেক্সাসের রিপাবলিকান সিনেটর টেড ক্রুজ, আরিজোনার কংগ্রেসম্যান পল গোসার, জর্জিয়ার কংগ্রেসম্যান ডওগ কলিনস ও ফ্লোরিডার কংগ্রেসম্যান ম্যাট গায়িটজ রয়েছেন। তারা প্রত্যেকেই ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে গেছেন। তাদের সঙ্গে ওই করোনা আক্রান্ত ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ মার্ক মিডোস। তিনিও নিজ থেকে কোয়ারেন্টিনে গেছেন। সম্মেলনটিতে উপস্থিত ছিলেন ট্রাম্প নিজেও। তবে তিনি সুস্থ আছেন বলে দাবি করেছেন ও এখন পর্যন্ত কোনো পরীক্ষা করাননি।

এদিকে, এক ডেমোক্রেট নেত্রীও ভিন্ন এক করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসার পর নিজ থেকে কোয়ারেন্টিন বেছে নিয়েছেন।  সূত্র:বিবিসি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট।