ভারত-বাংলাদেশ যাতায়াত বন্ধ ,আমদানি-রফতানি বানিজ্য স্বাভাবিক

ভারত-বাংলাদেশ যাতায়াত বন্ধ ,আমদানি-রফতানি বানিজ্য স্বাভাবিক

ছবি:সংগৃহীত

করোনা ভাইরাসের কারনে গতকাল বিকাল ৫টার পর থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে আদেশে বলা হয়। বৃহস্পতিবার সকালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করেন। ভারতে যেতে না পারায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীর।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট  পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ আহসান হাবীব জানান, বৃহস্পতিবার সকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এক নির্দেশনায় এ আদেশ জারি করা হয়। তবে আজ সকালে বিকাল পর্য›ত এ বন্দর দিয়ে ভারতে গিয়েছে প্রায় ৫০০ জন ভারতীয় পাসপোর্ট যাত্রীআর  ভারতে থেকে বাংলাদেশে  এসেছে প্রায় চার হাজার যাত্রী।

 বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বানিজ্য চালু রয়েছে। প্রতিদিন প্রায় ৫/৬’শ পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয় এবং ৩’শ ট্রাক পন্য রফতানি হয় ভারতে। বেনাপোল বন্দরে করোনা ভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়।