গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন

গাইবান্ধার সাদুল্লাপুর লকডাউন

ছবি:সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাকে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।  জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বিয়ের অনুষ্ঠানে অংশ নেন দুই যুক্তরাষ্ট্র প্রবাসী। প্রথমে বিষয়টি কেউ না জানলেও পরে পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এরপরই গোটা উপজেলা লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়। 

আজ রোববার সাদুল্লাপুরের ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, ‘গাইবান্ধা জেলাধীন সাদুল্লাপুর উপজেলার ৯ নং বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কাজল মণ্ডলের বোনের বিয়ের অনুষ্ঠানে তাদের আমেরিকা প্রবাসী দুই আত্মীয় উপস্থিত ছিলেন। তারা দুজনই করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। পরবর্তীতে ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বিয়ের অনুষ্ঠানে দাওয়াতপ্রাপ্ত অংসখ্য লোক ভোট প্রদান করেছেন বলে জানা গেছে। ফলে সাদুল্লাপুরে করোনাভাইরাসের দ্রুত সংক্রমণ ঘটতে পারে বলে আশংকা করা যাচ্ছে। ফলে ওই এলাকার মানুষের সুরক্ষার জন্য সাদুল্লাপুর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আজ রোববার বিকেলে রাজধানীতে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, বাংলাদেশে নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দুজন রয়েছেন। এরপরই সাদুল্যাপুর উপজেলা লকডাউনের সিদ্ধান্ত আসে।  ইউএনও মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, রোববার বিকেলে ঢাকা থেকে আমাদের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।