বশেমুরবিপ্রবিতে ছুটি বর্ধিত

বশেমুরবিপ্রবিতে ছুটি বর্ধিত

ফাইল ছবি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি   

চলমান করোনা প্রাদুর্ভাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক এক অফিস আদেশে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ছুটি বর্ধিত করার ঘোষণা দিয়েছেন। উক্ত আদেশের উপর ভিত্তি করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম  আগামী ৯ই এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে।   

এর আগে মহামারী করোনা পরিস্থিতে সতর্কতা অবলম্বনে গত ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম এবং ২২ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছিল এছাড়া ১৮ মার্চ সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছিল। 

এছাড়াও উক্ত অফিস আদেশে আরো উল্লেখ করা আছে যে, বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবাসমূহ যেমন - পানি বিদ্যুৎ এবং নিরাপত্তা সংশ্লিষ্ট সকল কার্যক্রম এই আদেশের বাহিরে থাকবে। 

 মাননীয় ভাইস চ্যান্সেলরের আদেশক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. নুরুদ্দীন আহমেদ এর সাক্ষরে উক্ত আদেশ জারি করা হয়েছে।