করোনা : ইরানে ২৪ ঘণ্টায় ১১৭ জনের মৃত্যু

করোনা : ইরানে ২৪ ঘণ্টায় ১১৭ জনের মৃত্যু

ছবিঃ সংগ্রহীত

ইরানে ধীরে ধীরে ভয়াবহ রূপ নিচ্ছে করোনাভাইরাস সংক্রমণ। সোমবার দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত আরো ১১৭ জনের মৃত্যু হয়েছে। এর আগে রোববার দেশটিতে এই ভাইরাসে মারা গেছে ১২৩ জন।

দেশটিতে নানা প্রতিরোধ ব্যবস্থার মাঝেও এই সংক্রমণ প্রতিরোধ করা প্রায় অসম্ভব হয়ে উঠছে। ইরান সরকার করোনাভাইরাস প্রকোপ কমিয়ে আনতে জাতীয় অর্থনীতিতে প্রায় ২৪ হাজার কোটি ডলার বরাদ্দ দিয়েছে। এছাড়া গত ২৫ মার্চ থেকে প্রেসিডেন্ট রুহানির নির্দেশ অনুযায়ী দেশটিতে ১৫ দিনের লকডাউন চলছে। তারপরও দেশটিতে বেড়ে চলেছে প্রাণঘাতী এই ভাইরাসের প্রকোপ।

ইরানের স্বাস্থ্যমন্ত্রী কিয়ানুশ জাহানপুর জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯০১ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। পরিসংখ্যান ওয়েব পেইজ ওয়ার্ল্ডোমিটার-এর তথ্য অনুযায়ী, ইরানে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৩০৯ জন। যার মধ্যে মারা গেছে মোট ২ হাজার ৬৪০ জন। সূত্র : আল জাজিরা ও তেহরান টাইমস