করোনা তহবিলে আর্থিক সহায়তা কোহলি-আনুষ্কার

করোনা তহবিলে আর্থিক সহায়তা কোহলি-আনুষ্কার

ছবিঃ সংগ্রহীত

করোনাভাইরাস মোকাবিলায় আর্থিক সাহায্য করার কথা জানালেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও তার স্ত্রী আনুষ্কা শর্মা।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর নিশ্চিত করেন কোহলি। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করবেন তারা। তবে কত দান করছেন তা বলেননি কোহলি-আনুষ্কা।

কোহলি বলেন, ‘আনুষ্কা ও আমি আর্থিক সাহায্য করছি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে (মহারাষ্ট্র)। এত লোকের কষ্ট দেখে হৃদয় ভেঙ্গে যাচ্ছে। আশা করছি, আমাদের এই সামান্য সাহায্য কোনও না কোনও ভাবে নাগরিকদের কষ্ট কমাতে কাজে দিবে।’

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়তে গত সপ্তাহে ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার ৫০ লাখ টাকা দান করেছিলেন। তারই সতীর্থ সুরেশ রায়না দান করেন ৫২ লাখ টাকা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী ৫০ লাখ টাকার চাল কিনে দান করেন। আর ভারতীয় ক্রিকেট বোর্ড ৫১ কোটি টাকা ত্রাণ তহবিলে দিয়েছে।