খাদ্য সামগ্রীনিয়ে অসহায় মানুষের পাশে পাবনার হিমায়েতপুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম

খাদ্য সামগ্রীনিয়ে অসহায় মানুষের পাশে পাবনার হিমায়েতপুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম

সাংবাদিক

পাবনায়করোনাভাইরাসেরকারণে  গৃহবন্দি অসহায়, দিনমজুর, হতদরিদ্র সহস্রাধিকমানুষেরপাশেএসেখাদ্য সামগ্রীনিয়ে দাঁড়িয়েছেহিমায়েতপুরশ্রীশ্রীঠাকুরঅনুকূলচন্দ্র আশ্রয় কর্তৃপক্ষ।     

বৃহস্পতিবার(২ মার্চ)সকালেপাবনাশহরেরপুরাতনবিআরটিসিগ্যারেজএলাকায় এ সকলমানুষেরমাঝেখাদ্য সামগ্রীতুলে দেন পাবনার অতিরিক্ত পুলিশসুপার গৌতমকুমারবিশ্বাস।

এ সময়উপস্থিত ছিলেনপাবনা প্রেসক্লাবেরসাবেকসম্পাদকআঁখিনুরইসলাম, সাবেকসহসভাপতিকামালআহমেদ সিদ্দিকী, আশ্রমেরউৎসবকমিটিরআহবায়কডঃনরেশ মধু, যমুনাটিভিরপাবনাপ্রতিনিধিছিফাতরহমানসনম, দৈনিকযায়যায়দিনের পাবনা জেলাপ্রতিনিধিআরিফআহমেদ সিদ্দিকী, স্বেচ্ছাসেবীসংগঠনপিপীলিকারসমন্বয়কারীইলিয়াসআহমেদ হিমেলরানা ও আশ্রমপ্রতিনিধিধীশংকরসরকার।

খাদ্য সামগ্রীনিতেআসাহতদরিদ্র, অসহায় ও দুস্থ নারীপুরুষরাআশ্রমের এ উদ্যোগকেসাধুবাদ জানিয়েছেন।

আশ্রম কর্তৃপক্ষ জানান, মানবতার দৃষ্টকোণ থেকে আশ্রম কর্তৃপক্ষ সব সময়ভালোকাজের সাথে আছে ও থাকবে।  যারাখাদ্য সামগ্রীনিতেআসছেন, তারা যেনসামাজিক দুরত্ব বজায়রাখেন সেটিবিশেষ রেখারমাধ্যমে মনিটরিংকরাহচ্ছে।