করেনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫৯ হাজার ছাড়াল

করেনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা ৫৯ হাজার ছাড়াল

ছবিঃ সংগ্রহীত

করোনাভাইরাস বিশ্বব্যাপি মহামারির আকার ধারণ করেছে।প্রতিদিন বাড়ছে মৃত্যুর মিছিল । থমকেগেছে গোটা বিশ্ব। যতোই দিন যাচ্ছে ততোই করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা আরো বৃদ্ধি পাচ্ছে।  শনিবার পর্যন্ত বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ১৬০ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১০ লাখ ৯৮ হাজার ৪৩৪ জন। এদের মধ্যে বর্তমানে ৮ লাখ ১০ হাজার ৩৫১ জন চিকিৎসাধীন এবং ৩৯ হাজার ৩৯১ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ লাখ ২৮ হাজার ৯২৩ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৫৯ হাজার ১৬০ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।