দুস্থদের সহায়তায় একদিনের বেতন দিবেন ইবি শিক্ষকরা

দুস্থদের সহায়তায় একদিনের বেতন দিবেন ইবি শিক্ষকরা

ইবিঃপ্রতিনিধি

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসে কারণে উদ্ভুত পরিস্থিতিতে খাদ্যাভাবে পড়েছে গৃহে আবদ্ধ নিম্ন আয়ের মানুষ। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এসব অসহায় মানুষদের পাশে দাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষকরা তাদের এক দিনের বেতনের সমপরিমান অর্থ দান করবেন এসব অসহায় মানুষদের জন্য। শুক্রবার সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। শিক্ষকদের একদিনের বেতন একসাথে করলে ১০ লক্ষ টাকা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ড. মোস্তাফিজুর রহমান বলেন, 'বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সকলেই ব্যক্তিগতভাবে নিজ নিজ পরিসরে দুস্থ ও অসহায়দের সহায়তা করে আসছি। সামাজিক দায়বদ্ধতা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী কমিটি দুস্থদের মাঝে দান করার লক্ষ্যে শিক্ষকবৃন্দের এক দিনের বেতন কর্তনের সিদ্ধান্ত নিয়েছে।'