করোনায় বিশ্বে প্রাণহানি ৬৪ হাজার ছাড়াল

করোনায় বিশ্বে প্রাণহানি ৬৪ হাজার ছাড়াল

ছবিঃ সংগ্রহীত

চীনের উহান শহর থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৬টি দেশে ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস বিশ্বজুড়ে মহামারির আকার ধারণ করেছে। প্রতিদিন বাড়ছে মৃত্যুর সংখ্যা। বৈশ্বিক  এই মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার পর্যন্ত বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ হাজার ৭১৬ জনে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১২ লাখ ১ হাজার ৯৩৩ জন। এদের মধ্যে বর্তমানে ৮ লাখ ৯০ হাজার ৫৮৩ জন চিকিৎসাধীন এবং ৪২ হাজার ২৯০ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৬৪ হাজার ৭১৬ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।