করোনায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ছুই ছুই

করোনায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ছুই ছুই

ছবিঃ সংগ্রহীত

প্রাণঘাতি করোনাভাইরাসে মৃত্যুর মিছিল থামছেনা কোন ভাবেই। যতদিন যাচ্ছে তথই বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যা। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখায় দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ২৪৫।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৮ লাখ ৩০ হাজার ৫১ জন। এদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ৩৪ হাজার ৩৪ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৫২৩ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৭ লাখ ৯৮ হাজার ৭৭২ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৯৭ হাজার ২৪৫ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।